Monday, July 16, 2018

স্মার্টফোনে পানি, নিজেই ঠিক করুন


এখন বৃষ্টির মৌসুম। বৃষ্টিতে আমরা সাধারণত মাথা ও শরীর বাঁচাতেই ব্যস্ত থাকি। আর এই সুযোগে পকেটে থাকা স্মার্টফোনটি ভিজে যায়। অনেক সময় সামান্য পানি ঢুকেও নষ্ট হয়ে যেতে পারে ফোন। তবে কিছু বিষয় জানা থাকলে সার্ভিস সেন্টারে না গিয়েও স্মার্টফোনকে শুকিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেই কীভাবে ভিজে যাওয়া স্মার্টফোন ঝটপট শুকিয়ে নিবেন।
ফোন ভিজে গেলে শুকনো পরিষ্কার কাপড়ে তা দ্রুত মুছে ফেলুন। যত বেশি পানি লেগে থাকবে তত তাড়াতাড়ি ফোনের অভ্যন্তরীণ অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ ভেজা থাকলে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয় ফোন। হারিয়ে যায় সমস্ত ডেটা।

পানি ঢুকলে ফোনের ভেতরের নানা অংশ, যেমন: ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন। এবার সেগুলোকে একটি শুকনো কাপড়ে মুছে নিন।
ভেজা অংশগুলো বরাবর ২০ মিনিট করে ভ্যাকুয়াম ক্লিনার ধরে রেখে অবশিষ্ট পানিটুকু শুকিয়ে নিতে হবে। লক্ষ্য রাখুন, ভ্যাকুয়াম ক্লিনার যেন ফোনের খুব কাছ থেকে না ধরা হয়। কারণ, এটি স্থির তড়িৎ উৎপন্ন করে, যা ফোনের জন্যে পানির চেয়েও বেশি ক্ষতিকারক।
স্মার্টফোনের সঙ্গে ইউএসবি কেবল, চার্জার, মাইক্রোফোন সংযুক্ত করার ছোট পোর্টগুলোর ভেতর দিয়ে পানি ঢুকে গিয়ে সেকেন্ডের মধ্যেই ফোনের ক্ষতি করে ফেলতে পারে। তাই দ্রুত ফোনটিকে পানি থেকে বের করুন এবং শর্ট সার্কিট এড়ানোর জন্যে ফোন সুইচ অফ করে দিন।

সিম কার্ড বাইরে বার করে নিন। পারলে একটু রোদে রাখুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।
ভাল হয়, ২৪ ঘণ্টা ফোনে ব্যাটারি না লাগালে। বরং চালের মধ্যে রেখে দিন ব্যাটারি। চাল ব্যাটারির অতিরিক্ত স্যাঁতসেতে ভাব শুষে নেয়।
কিছু বিশেষ আর্দ্রতা শোষণকারী পদার্থ (ডেসিক্যান্ট) আছে, যা চালের চেয়ে ভালভাবে আর্দ্রতা শোষণ করতে পারে, যেমন: সিলিকা জেল। নতুন জুতো বা ব্যাগ কিনলে তার সঙ্গে প্রায়শই আমরা সিলিকা জেলের প্যাকেট পেয়ে থাকি। প্লাস্টিক ব্যাগ বা বায়ুরোধী বয়ামে এমন এক প্যাকেট সিলিকা জেলের সঙ্গে স্মার্টফোনটি রেখে দেয়া যেতে পারে। কিন্তু, এ পদ্ধতির একটি অসুবিধা হচ্ছে, সাধারণত এসব প্যাকেটের সবটুকু শোষণক্ষমতা আগে একবার ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়।
ফোন ভিজে গেলে অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করে ফোনকে শুকনো রাখার চেষ্টা করেন। ফোন বাঁচাতে চাইলে খবরদার তা করবেন না। হেয়ার ড্রায়ারের গরম হাওয়া ক্ষতি করে মোবাইলের। অনেক সময় গলিয়েও দেয় ভিতরের নানা অংশকে।

সাধারণত, যত দ্রুত এই ক’টা নিয়ম মানতে পারবেন, ততই ফোন ঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে।
এতে যদি কাজ হয়, তাহলে সম্ভবত আপনার ফোনটির একটি নতুন ব্যাটারি প্রয়োজন। আর যদি নতুন ব্যাটারিতেও কাজ না হয়, তাহলে আপনার ফোনটিকে কোনো অনুমোদিত বিক্রেতার কাছে নিয়ে যান। তারা এ ব্যাপারে হয়তো আপনাকে সাহায্য করতে পারবেন। তবে এক্ষেত্রে ফোন পানিতে পড়ে যাওয়ার ঘটনা গোপন করা উচিত হবে না। কারণ, ফোনের ভেতরের কিছু যন্ত্রাংশে আর্দ্রতা নির্দেশক দেয়া থাকে। তাছাড়া ফোনের সমস্যার যথাযথ কারণ জানতে পারলে তা সারানোও সহজসাধ্য হয়ে ওঠে।

ফোনের ব্যাটারি ভালো রাখবেন কীভাবে?


ফোন ব্যবহারকারীদের একটি কমন অভিযোগ হচ্ছে ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। অন্যান্য অংশের চেয়ে ব্যাটারিই আগে নষ্ট হয়ে যায়। সঠিকভাবে চার্জ করা না হলে এই সমস্যা দেখা দেয়।
কিছু উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখতে পারেন।
চার্জ দেওয়ার সময় মোবাইলের নিজস্ব চার্জার ব্যবহার করতে হবে। অন্য মোবাইলের চার্জার ব্যবহারের ফলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। কেননা ফোনের সঙ্গে থাকা চার্জারে নির্দিষ্ট পরিমাণ আপটপুট ভোল্টেজ এবং কারেন্ট রেটিং থাকে। যা ফোনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়ে থাকে।
রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়া উচিত নয়। সারারাত চার্জ দেওয়ার ফলে ওভার চার্জিং হয়। যা ফোনের জন্য মোটেও ভালো নয়। সারারাত ফোনে চার্জ দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণও ঘটনার আশঙ্কা থাকে।
ফোন চার্জে দেওয়ার পর ব্যাটারি কিছুটা গরম হয়। ব্যাটারির গরমের প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে। তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের নিরাপত্তামূলক কেসিং বা কভার খুলে রাখুন।
ফোনের জন্য অনেক থার্ডপার্টি ব্যাটারি অপটিমাইজ অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকায় চার্জ আরো বেশি ব্যয় হয়। এজন্য ফোনে আলাদা কোনো ব্যাটারি অ্যাপ ব্যবহার না করাই ভালো।
ওএস/বিএইচ/

Friday, July 13, 2018

আবারও আলোচনায় ক্রিস গেইল



নিউজ ডেস্কঃ খ্রীষ্টধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি ক্যারাবিয়ান তারকা ক্রিস গেইল। সোশ্যাল সাইটে তাঁর পোস্ট করা এক ছবি ঘিরে এমনই জল্পনা-কল্পনা ছড়িয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে আফ্রিকার মুসলিমদের মতো পোশাকের সাজে দাঁড়িয়ে আছেন ক্রিস গেইল। মাথায় রয়েছে টুপি, হাত দিয়ে বানিয়েছেন ‘লাভ সাইন’। ছবির ক্যাপশনে গেইল লিখেছেন, ‘পবিত্র ভালবাসা।’
গেইলের এরকম ছবি ঘিরে দ্বিধাবিভক্ত তার ভক্তরা। একদলের দাবি, ইসলাম গ্রহণ করেছেন গেইল। অন্যদের দলের দাবি, মুসলিমের পোশাক পরলেও ইসলাম গ্রহণ করেননি তিনি। কারণ এর আগেও একাধিকবার ক্রিস গেলকে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে। কখনো পঞ্জাবে ভাংড়া নেচেছেন তিনি। কখনো আবার পা মিলিয়েছেন ক্যালিপসোর তালে।
অনেক কাঠখড় পুড়িয়ে আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। তার পরই নতুন বিতর্ক ঘিরে ধরল এই হার্ড হিটার ক্রিস গেইলকে।

Thursday, July 12, 2018

Croatia vs England 2-1 - All Goals & Extended Highlights - World Cup 11/07/2018 HD

I hope Croatia will win the WC, it would make it a fair winner. They deserve it more than France and England who choose the easy road. I hoped Belgium but their bad luck. Croatia make it happen! I'd be so damn happy, it's a team that plays beautiful attacking soccer, bring soccer home!

Show less